Posts

Showing posts from September, 2024

ভালোবাসা কী

Image
"লাভ" মানে ভালোবাসা,এটার নির্দিষ্ট কোন অর্থ নেই, তবে এটার গভীরত্ব অনুমান করতে পারি।আমি যেটা শিখেছি,ভালবাসার অর্থ দায়িত্ব,কর্তব্য একে অন্যের প্রতি বিশ্বাস সম্মান এবং আত্মাকে স্পর্শ করা। ভালবাসি বলা সহজ,তবে এটা অন্তরে লালন করা কঠিন।যেমন স্বাধীনতা অর্জন করা সহজ,রক্ষা করা কঠিন।ঠিক তেমনি ভালবাসি চাইলেই বলা যায়,এটা সহজ,তবে এটার পূর্ণতা দেওয়া কঠিন।সারাদিন ভালোবাসি বললেই তা সত্য ভালোবাসায় প্রমাণিত হয় না।এটা অন্তরে লালন পালন করার জিনিস❤️🥀

প্রিয় মায়াবী

Image
তুমি ভীষণ মায়াবতী- ভীষণ সুন্দরী!তুমি আমার থেকে ভালো পুরুষ ডিজার্ভ করো সেটা আমি জানি, আমি বুঝি।তবে আমি তোমার মায়ায় পড়ে সব কিছু না বোঝার ভান করি,এই শহরে পাঁচজন নারীর মধ্যে তুমি একজন,আর আমি এই শহরে একশত পুরুষের মধ্যেও নেই।তোমার মতো সুন্দরী নারীর সাথে আমার মতোন আনস্মার্ট,অসুদর্শন,অসুন্দর পুরুষ মানায় না।তোমার সাথে মানায় স্মার্ট,সুদর্শন,সুন্দর পুরুষ।তবে হ্যাঁ আমি আনস্মার্ট, অসুদর্শন, অসুন্দর। আমি সব মানি সব বুঝি কিন্তু ভালোবাসার বেলায় আমি সবার থেকে এগিয়ে । আমার মতোন কেউ তোমাকে ভালবাসতে পারবে না। এটা আমি জোর গলায় বলতে পারি।এটা বলার সাহস আমার নেই কারণ,আমি অসুন্দর আর তুমি বিশ্ব সুন্দরী। তুমি সুন্দরী,তুমি মায়াবতী,মনটাও তোমার শরীরও তোমার- তুমি যারে ইচ্ছা দিতে পারো-যারে ইচ্ছে ভালোবাসতে পারো।এখানে বাধা দেওয়ার কোনো অধিকার আমার নেই। আমি শুধু পারবো দূর থেকে তোমাকে ভালোবাসতে,তোমাকে নিয়ে স্বপ্ন বুনতে এর,বিপরীতে করার মতো কিছুই আমার নেই।